মৃত্যুর যিনি মৃত্যু, আমি শরণ নিয়াছি তাঁর।
নাই নাই মোর চিত্তে, ওরে মৃত্যুর ভয় আর॥
তাঁহার নামের অমৃত সুধায়
ভরিয়াছে প্রাণ কানায় কানায়,
পান করে মৃতসঞ্জীবন (হ’ল) মধুময় সংসার॥
মৃত্যুরে আজ মনে হয় যেন ঘুমাই মায়ের কোলে,
হাসিয়া জাগিব পুনরায় নব জীবনে, প্রভাত হ’লে।
মৃত্যর ভয় গিয়াছে যখন
মৃত্যু অমনি মরেছে তখন
(আজ) মৃত্যু আসিলে ধরিব জড়ায়ে, করি গলার হার।
মোরই ভগবান মৃত্যুর রূপে
মুখোস পরিয়ে আসে চুপে চুপে
আমি, ধরিয়া ফেলেছি এই লীলা মোর সুন্দর বিধাতার॥