মোর মাধব শূন্য মাধবী কুঞ্জে

  • তাল : -

মোর মাধব শূন্য মাধবী কুঞ্জে

মোর মাধব-শূন্য মাধবী-কুঞ্জে (সখি গো)
আমি যাব না যাব না, দেখিতে পাব না সে শ্যাম নীরদ-পুঞ্জে।
মোরে থাকিতে দে গো এমনি প’ড়ে,
মোরে মাখিতে দে পথের ধূলি, চলে গেছে হরি যে পথ ধরে।
সখি খুলে নীল শাড়ি দে লো তাড়াতাড়ি গেরুয়া বসন পরায়ে,
ব্রজে নীলমণি নাই, কি হবে বৃথাই – নীল শাড়ি গায়ে জড়ায়ে।
তোরা খুলে নে লো মোর আভরণ,
কপাল যাহার পুড়েছে লো সই – ভস্ম যে তার ললাট-ভূষণ।
জনম যাহার যাইবে কাঁদিয়া কাঁদিতে দে তারে একাকী,
বৃথা প্রবোধ তা’রে দিসনে তোরা,
জানি নয়নের জল হয়ত শুকাবে, শুকাবে ব্যথার রেখা কি?
ভুলে যা লো তোরা ভুলে যা আমায়,
যদি কৃষ্ণেরে তোরা ভুলিতে পারিস্‌ ভুলতে পারিবি রাধায়॥