মোরে ডেকে লও সেই দেশে প্রিয় যে দেশে তুমি থাক।
মোর কি কাজ জীবনে বঁধু যদি তুমি কাছে নাহি ডাক॥
এই পৃথিবীর হাসি-গান
বঁধু সব হ’য়ে যায় ম্লান,
মধু-মাধবী রাসের তিথি হায়! মাধব এলে নাকো॥
এত আত্মীয় প্রিয়জন মোর কিছু ভালো নাহি লাগে,
ভিড় রহে না প্রেমে নীড়ে সেথা দুটি পাখি শুধু জাগে।
ফুল তুলিয়া পূজার তরে
কেন ফেলে রাখ হেলাভরে,
তার মরণের আগে বঁধু শুধু বারেক চরণে রাখ॥