রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম।
যুগল রস ঘন বিগ্রহ সুন্দর হৃদি রাসমঞ্চে নেহার নিরন্তর
আনন্দে ডগমগ গাহরে অবিরাম
রাধঅ শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম॥
চিন্ময় মনোহর কিশোর নটবর
বামে রাধঅ হ্লাদিনী প্রেমাবেশে থরথর
(শোনো) ধ্বনি গভীর বনে বেণু বাজে ক্ষণে ক্ষণে
শত দিকে শত গোপ গোপিনী গাহে নাম।
রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম॥
নিত্য রাস লীলা আঁখি ভরি দেখ রে
যবে দুখ শোক ভয় হেরি রস শেখ রে
হবে এই সংসার রসের পারাপার গৃহ হবে গোলক আনন্দ ব্রজধাম।
রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম॥