(মোর) হৃদয়-দোলায় দোলে ঘন শ্যাম।
(কভু) রূপ দোলে কভু দোলে শুধু নাম॥
একি প্রীতি জাগে নব অনুরাগে
অনুখন তনুভরি (তাঁর) ছোঁওয়া লাগে
মনে হয়ে এই দেহ তাঁর ব্রজধাম॥
ফুল চন্দন আনি থালাতে
মুখ ভার করি' চায় পালাতে
বিরহ যমুনার তীরে তীরে
মোর নাম লয়ে যেন কেঁদে ফিরে।
প্রেম দাও প্রেম দাও বলে অবিরাম॥