ঐ ঘর ভোলানো সুরে কে গান গেয়ে যায় দূরে।
তার সুরের সাথে সাথে মোর মন যেতে চায় উড়ে॥
তা’র সহজ গলার তানে১
সে ফুল ফোটাতে জানে,
তা’র সুরে ভাটির-টানে নব জোয়ার আসে ঘুরে॥
তা’র সুরের অনুরাগে
বুকে প্রণয়-বেদন জাগে;
বনে ফুলের আগুন লাগে, ফুল সুধায় ওঠে পুরে॥
বুঝি সুর-সোহাগে ওরি,
পায় যৌবন কিশোরী,
হিয়া বুঁদ হয়ে গো নেশায় তার পায়ে পায়ে ঘুরে॥