গোলাপ নেবো না, নেবো না হেনা লালা। যে মালিকা দোলে তোমার আঁখির কোলে, দাও, সেই আঁখি-জল মালা॥ চাহি না চৈতী চাঁদিনী রাতি, শূন্য ভবনে যদি নাহি জ্বলে প্রেমের বাতি; রূপহীন উপহার ডালা॥