গীতি-আলেখ্য : ‘জীবন-স্রোত’
বয়ে যাই উতরোল অসীম সুদূরে।
অজানার লাগি’ চলি অচিন সে পুরে॥
না জানি পথের কথা
উদাসী পথিক যথা
হয়েছে উদাস মন বাঁশির ঐ সুরে॥
কবে মোর হবে জয় – মম অভিসার
সফল হইবে সে মুখ, হেরি বঁধুয়ার
জানি না সে কোন্ দেশে
সে কোন্ পথের শেষে
মোর প্রিয় সনে হবে দেখা, আঁখি তাই ঝুরে॥