কৃষ্ণ চূড়ার মুকুট পরে এলো বনমালী (এলো) এ কোন্ বনবাসী।
হাতে বাঁশের বাঁশি, তাহার মুখে কুটিল হাসি॥
চঞ্চলতার দোলা দিয়ে
দিল ব্রজের ঘুম ভাঙিয়ে
উঠল নেচে ঝিলমিলিয়ে যমুনার জলরাশি॥
এ বঝি গো বেদের কুমার, তাই সে কালী-দহে;
নাগের ফণায় চরণ রেখে হেসে চেয়ে রহে।
সে একলা বসে কদম শাখে
বাঁশির সুরে যেমনি ডাকে,
নরনারী সব ছুটে এসে চরণে হয় দাসী॥