তব রূপের সায়রে ও নয়ন শাপ্লা সুঁদির ফুল, তুলিতে গিয়া ডুবিল শত যে পথিক বেভুল॥ সুন্দর ফণির শিরে ও যেন যুগল মণি, যে গেল সে মণির মায়ায় তারে দংশিল অমনি। শত সে হৃদয়-নদী কেঁদে যায় নিরবধি, সাগর-ডাগর ও আঁখি পানে॥