তিয়াসের জল লইয়া আসার আশায় ব’সে আছি।
ফুলের পাত্রে রাখলাম মধু, এলো না মৌমাছি॥
জোয়ার গেল, এলো ভাটি
মাটির প্রদীপ হ’ল মাটি,
বুকে পাওয়ার আশা গেল, চোখের দেখা যাচি
এখন চোখের দেখা যাচি॥
চন্দ্র সূর্য তারার ছায়া আজো হেথা পড়ে
ভুলে তুমি রইলে বন্ধু মাথার দিব্যি করে।
না পেয়ে গো তোমার সহায়
দেহ-লতা ভূ’য়ে লুটায়
আবার দেখা হবে বন্ধু এবার যদি বাঁচি॥