তুমি পিরিতি কি কর হে শ্যাম তৈল মেখে গায়ে।
তাই ধ’রতে গেলে হাত পিছলে যাও হে পালায়ে॥
ননী চুরি ক’রে ক’রে হাত পাকিয়ে শ্যাম
নারীর মন চুরি ক’রে বেড়াও অবিরাম,
তাই রাই দিয়াছে নূপুরের বেড়ি বেঁধে পায় (লো)॥
তুমি দিনের বেলা চরাও ধেনু ভ্রমরা হও রাতে,
আর কুলবধূর রইল না কুল ব্রজে মথুরাতে
শ্যাম তোমার গুণে ঘরে ঘরে
সতীন ননদ-জায়ে, হল সতীন ননদ-জায়ে॥
তোমার হাতের বাঁশি রাতের বেলা সিঁদকাঠি যে হয়
তোমার চুরি কে ধ’রবে হে চোর মহাশয়।
কবে আমার ঘরে বন্দী হয় রইবে চুরির দায়ে॥