তুমি বিদেশ যাইও না বন্ধু আঁধার করে পুরী।
আমি দিন গোঁয়াতে পারব না আর একলা ঘরে ঝুরি॥
নদীতে মাছ আছে আজো ফসল ফলে মাঠে,
থাকলে তুমি কাছে দুখের দিনও হেসে কাটে।
আমি রূপার বাজু চাই না বন্ধু দিও কাঁচের চুড়ি॥
বন্ধু, কে দেখবে ঢাকাই শাড়ি (যদি) রহ বিদেশ যেয়ে,
বন্ধু বিনা প্রাণ কি জুড়ায় সোনা রূপা পেয়ে।
নারীর যৌবন বনের পাখি বনে যাবে উড়ি॥
বানিজ্যে কে যায় রে সাধু ঘরে নারী রেখে,
আঁচল দিয়ে রাখব কত বুকের আগুন ঢেকে।
বিয়া হইয়াও হায় রে আমি রইলাম আইবুড়ি॥