নাটক : ‘মধুমালা’
মদন : (তোমার) চন্দন-রং উত্তরীয় মেঘ ডম্বুর সাড়ি।
কাজল-বরণ কেশ কন্যা চল আমার বাড়ি॥
চির হয়ে কি নেমে এলো চঞ্চল বিজলি
ফুট্ল কি আজ তোমার দেহে পূর্ণ চাঁদের কলি।
রতি কি আজ নেমে এলো পতিরে তার ছাড়ি’॥
মধু : সাগরে কি ফিরে এলে নীল সাগরের চাঁদ?
তাই কান্নার জোয়ারে তার ভাঙল কূলের বাঁধ।
দূর আকাশে লক্ষ তারা
চেয়ে আছে তন্দ্রাহারা
তারা তোমার রূপ নিয়ে কি করে কাড়াকাড়ি,
কুমার! থাক আমার বাড়ি॥