বন্ধু, আজো মনে রে পড়ে আম কুড়ানো খেলা।
আম কাড়ুাইবার যাইতাম দুইজন নিশি-ভোরের বেলা॥
জোষ্ঠি মাসের গুমোঁট রে বন্ধু আস্ত নাকো নিদ
রাত্রে আস্ত নাকো নিদ্
আম-তলায় এক চোর আইস্যা কাঁট্ত প্রাণে সিঁদ্
(আর) নিদ্রা গেলে ফেল্ত সে চোর আঙিনাতে ঢেলা॥
আমরা দুইজন আম কুড়াইতাম, ডাক্ত কোকিল গাছে,
ভোলো যদি – বিহান বেলার সূয্যি সাক্ষী আছে,
(তুমি) পায়ের কাছে আম ফেইল্যা গায়ে দিতে ঠেলা॥
আমার বুকের আঁচল থাইক্যা কাইড়া নিতে আম,
বন্ধু, আজও পাই নাই দাসী সেই না আমের দাম,
(আজ) দাম চাইবার গিয়া দেখি তুমি দিছ মেলা॥
নিশি জাইগ্যা বইস্যা আছি, জোষ্ঠি মাসের ঝড়ে
সেই না গাছের তলায় বন্ধু এখনো আম পড়ে
তুমি কোথায় আমি কোথায় দুইজনে একেলা॥