বাঁকা ছুরির মত বেঁকে উঠল

  • তাল : -

বাঁকা ছুরির মত বেঁকে উঠল

বাঁকা ছুরির মত বেঁকে উঠল যে তোর আঁখি রে।
ওরে বেদের দুলাল আমার সাথে সাপ খেলাবি নাকি রে।
তোর জোড়া ভুরুর ধনুক আমি চিনি,
পাখি আমি, নই বেদিয়া, আমি যে সাপিনী,
ভয় করি না বাঁশিকে, ডর লাগে তোর হাসিকে।
তোর মনের ঝাঁপি খোলা পেলে সেথায় গিয়ে থাকি রে॥