দোহাই তোদের এবার তোরা সত্যি করে সত্য বল্‌

  • তাল : -

দোহাই তোদের এবার তোরা সত্যি করে সত্য বল্‌

দোহাই তোদের! এবার তোরা সত্যি করে সত্য বল্‌।
ঢের দেখাবি ঢাক ঢাক গুড় গুড় ঢের মিথ্যা ছল॥
পেটে এক আর মুখে আরেক – এই যে তোদের ভণ্ডামি,
এতেই তোরা লোক হাসালি, বিশ্বে হলি কম্‌-দামি।
নিজেরে কাছেও ক্ষুদ্র হলি আপন ফাঁকির আফসোসে,
বাইরে ফাঁকা পাঁয়তারা তাই, নাই তলোয়ার খাপ-কোষে।
থাই হলি সব সেরেফ আজ কাপুরুষ আর ফেরের-বাজ
সত্য কথা বলতে ডরাস তোরাই আবার করবি কাজ –
ফোঁপরা ঢেঁকির নেইক লাজ।
ইলশেগুড়ি বৃষ্টি দেখেই ঘর ছুটিস্‌ সব রাম-ছাগল!
যুক্তি তোদের খুব বুঝেছি, দুধকে দুধ আর জলকে জল॥
বুকের ভিতর ছ-পাই ন-পাই, মুখে বলিস্‌ স্বরাজ চাই,
স্বরাজ কথার মানে তোদের ক্রমেই হচ্ছে দরাজ তাই!
‘ভারত হবে ভারতবাসীর’ – এই কথাটাও বলতে ভয়।
এদের তোরা বলিস নেতা, এদের কথায় চলতে হয়।
বল রে তোরা বল নবীন চাই নে এসব জ্ঞান প্রবীণ।
চোখের সামনে দেশকে এরা করছে ক্লীব দিনকে দিন,
চায় না এরা – হই স্বাধীন।
কর্তা হবার সখ সবারই, স্বরাজ-ফরাজ ছল্‌ কেবল।
ফাঁকা প্রেমের ফুস্‌-মন্তর, মুখ সরল আর মন গরল।
ধর্ম-কথা প্রেমের বাণী জানি মহান উচ্চ খুব,
কিন্তু সাপের দাঁত না ভেঙে মন্ত্র ঝাড়ে সে বেকুব
‘ব্যাঘ্র সাহেব, হিংসে ছাড়, পড়বে এসো বেদান্ত।’
কয় যদি ছাগ, লাফ দিয়ে বাঘ, অমনি হবে কৃতান্ত।
থাকতে বাঘের দন্ত-নখ বিফল ভাই ঐ প্রেম-সেবক।
চোখের জলে ডুবলে গর্ব শার্দুলও হয় বেদ-পাঠক,
প্রেম মানে না খুন-খাদক।
ধর্ম-গুরু ধর্ম শোনান, পুরুষ ছেলে যুদ্ধে চল্‌।
সেও ভি আচ্ছা, মরব্‌ পিয়ে মৃত্যু-শোনিত এল্‌কোহল॥