বন্দি তোমায় ফন্দি কারার গণ্ডী

  • তাল : -

বন্দি তোমায় ফন্দি কারার গণ্ডী

‘মুক্তবন্দী’

বন্দি তোমায় ফন্দি-কারার গণ্ডী-মুক্ত বন্দী-বীর,
লঙ্ঘিলে আজি ভয়-দানবের ছয় বছরের জয়-প্রাচীন।
বন্দি তোমায় বন্দী-বীর! জয় জয়ন্ত বন্দী-বীর!!
অগ্রে তোমার নিনাদে শঙ্খ, পশ্চাতে কাঁদে ছয়-বছর,
অম্বরে শোনো ডমরু বাজে – ‘অগ্রসর হও, অগ্রসর।’
কারাগার ভেদি’ নিঃশ্বাস ওঠে বন্দিনী কোন্‌ ক্রন্দসীর,
ডান-আঁখে আজ ঝলকে অগ্নি, বাম-আঁখে ঝরে অশ্রু-নীর॥
পথ-তরু-ছায় ডাকে ‘আয় আয়’ তব জননীর আর্তস্বর,
এ আগুন-ঘরে কাঁপিল সহসা ‘সপ্তদশ সে বৈশ্বানর’।
আগমনী তব রণ-দুন্দুভি বাজিছে বিজয়-ভৈরবীর,
জয় অবিনাশী উল্কা-পথিক চির-সৈনিক উচ্চ-শির॥
রুদ্ধ-প্রতাপ হে যুদ্ধ-বীর, আজি প্রবুদ্ধ নব বলে।
ভুলো না বন্ধু, দলেছে দানব যুগে যুগে তব পদ-তলে!
এ নহে বিদায়, পুন হবে দেখা অমর সমর-সিন্ধু-তীর,
এসো বীর এসো, ললাটে এঁকে দি’ অশ্রু-তপ্ত লাল রুধির॥