বিশাল-ভারত-চিত্ত-রঞ্জন হে দেশবন্ধু এসো ফিরে।
কাণ্ডারি হে, দেখাও দিশা অসীম অশ্রু-সাগর-নীরে॥
নাই দিশারী নাই সেনানী, আজ জনগণ ত্রস্ত ভয়ে
ভারত কাঁদে ব্যাকুল চিত্তে তোমার চিতার ভস্ম ল’য়ে,
সাগর-দেশের হে ভগীরথ, জাগো ভাগীরথীর তীরে॥
রাজৈশ্বয বিলিয়ে, নিলে হে বৈরাগী ভিক্ষাঝুলি,
সোনার অঙ্গ মাখ্লে তুমি পায়ে-চলা পথের ধূলি।
দেশজননী ত্রিশ কোটি সন্তানেরে বক্ষে নিয়া
ভুলতে নারে তোমার স্মৃতি, শূন্যে তাহার মাতৃ হিয়া,
কে পরাবে রানীর মুকুট বন্দিনী মার রিক্ত শিরে॥