নাটিকা : ‘ভূতের ভয়’
মোরা মারের চোটে ভূত ভাগাবো, মন্ত্র দিয়ে নয়।
মোরা জীবন ভ’রে মার খেয়েছি আর প্রাণে না সয়॥
তোদের পিঠ হয়েছে বারোয়ারী ঢাক, যে চায় হানে মার,
সেই ঢাক গড়িয়ে মায়ের পিঠে পড়ুক না এবার!
তোরা ন বীন মন্ত্র শোন্ আমাদের – ‘প্রহার ধনঞ্জয়’॥
আছে তোদের গায় ভূতের লেখা হাজার মারের ঋণ,
এবার ফিরিয়ে দিতে হবে সে-মার, এসেছে আজ দিন।
ওরে মন্ত্র দিয়ে হয় কি কভু বনের পশু জয়॥
ওরে দৈন্যেরে তোর সৈন্য ক’রে রণের করিস্ ভান,
খর- স্রোতের মুখে খড় ভেসে কয় – ‘সাগর অভিযান’!
তোরা যজ্ঞ করিস্ অযোগ্য সব – প্রাণে মৃত্যু-ভয়॥
তোদের হাড্ডি গেছে, মাংস গেছে, চামড়া মাত্র সার,
তোা তাই নিয়ে কি ভাবিস্ তোরা যজ্ঞ-অবতার।
তোদের শুষ্ক দেহে জ্বালা এবার আগুন জ্বালাময়॥