তোমার আমার এই বিরহ সইব কত আর
রইবে কত আড়াল টেনে গ্রহ-তারকার॥
তৃষিত মোর হৃদয় যাচে
এসো আমার বুকের কাছে
যেমন দূরের চাঁদকে ডাকে ব্যাকুল পারাবার॥
হাত চাহে মোর ব’সো কাছে করবো সেবা তব,
নয়ন বলে নয়ন পাতায় রাখবো হে বল্লভ।
হে নাথ তোমার তীর্থ-পথে
এ প্রাণ চাহে ধূলি হ’তে
ঘুচ্বে কবে মোদের মাঝে অসীম অন্ধকার॥