উড়ে গেল উড়ে গেল
কি? কি? চামচিকে উড়ে গেল – বম্
চাম্চিকে চিকে বম্
ছুকছুকে ছুঁচো চায় কিস্মিস্ চম্চম্।
শিঙে ফোঁকো, ফুঁকো শিঙে,
শিঙে ফোঁকো ফোঁকো হায়! হায়! এইত ! এইত !এইত !
শিঙে ফোঁকা বম্ বম্, বম্বে হম্বেটে কম্পম্॥
বেঁটেখাটো বম্বু ল্যাংলেঙে লম্বু নিট পিটে বম্বম্ বম্বম্ বম্বম্
চক্চক্ চাক্তি, চুলবুলে খাক্তি চুপচুপ যুক্তি ধুমধড়াক্কা দুম্দাম্ দম্দম॥
কালো কুচকুচে কেঁচো কোঁচকায়
ছিচকে চোরের চোখ বোঁচকায়।
সব চলে গেছে চাবি দিয়ে কি হবে উপায়?
সব চলে গেছে চিকাগো চিচিঙে চিটে গুড়
বাবুদের টম্ টম্ – দমদমাদ্দম দমদম দমদম
বমবমাস্বম বম্বম্ বম্বম্॥