নাটক : ‘আলেয়া’ তাহারে দেখলে হাসি – সে যে আমার দেখন হাসি। ও গো – আমি কচি, সে যে বুনো; আমি ঊনিশ, সে ঊন-আশি॥ সে যে চিল আমি ফিঙে, আমি বঁটি সে যে ঝিঙে আমি খুশি সে যে খাসি, সে যে বাঁশ আমি বাঁশি। ও সে যত রাগে, অনুরাগে পরাই গলে তত ফাঁসি॥