পুরুষ : (কথায়) বলি, অ-প্রিয়ে!
দেখ বিরহের দাবানল জ্বলে গোঁফ-দাড়িতে
স্ত্রী : সরে যাও, সে আগুন লেগে যাবে শাড়িতে॥
পুরুষ : একে ভীষণ ফাগুন মাস
স্ত্রী : তাই বুঝি হাঁসফাঁস?
পুরুষ : কাপাস ফলের মত ফেটে পড়ে হিয়া গো,
স্ত্রী : প্রেম-তুলো বের হয়ে পড়ে ছড়াইয়া গো,
উভয়ে : রব ওঠে ভোঁস হৃদি-রেল গাড়িতে॥
পুরুষ : বিরহের কাঠ-ঠোকরায় প্রেমের টাকে।
স্ত্রী : এহেন বেয়াধি হ’লে টাকে
মধ্যম-নারায়ণ তেল মাখে।
পুরুষ : কে রচিবে মিলনের সাঁকো (আমাদের মাঝে)
স্ত্রী : পুরুতরূপী ইঞ্জিনিয়ারে ডাকো ডাকো।
উভয়ে : আগুন লাগিল রে দাড়ি আর শাড়িতে
যুগল মিলন হল ধেড়ে আর ধাড়িতে॥