বাপ্ রে বাপ কি পোলার পাল্

  • তাল : -

বাপ্ রে বাপ কি পোলার পাল্

বাপ্ রে বাপ কি পোলার পাল্ পিল্ পিল্ কইর‌্যা আসে
সব কিলবিল কইর‌্যা আসে।
কি ফলই ফৈল্যাছে বাবা এই বিবাহ-রূপ চাষে॥
পোলার পাল না ছাতাইর‌্যা পাখি
খ্যাচ্ খ্যাচাইয়া উঠছে ডাকি’
‘অমুক দাও আর তমুক দাও’
‘ইয়ে খাইমু আর উয়ো লাও’
মাংস যেন ছিঁইর‌্যা খাইব গিলতে চায় গোগ্রাসে॥
কেউবা আইস্যা ধরে কোঁচা, কেউবা টানে কাছা,
কাউয়ার দল যেমন কইর‌্যা খ্যাদায় দেখলে প্যাঁচা,
নেডুরি গেঁড়্রি যেন তৈলের ভাঁড়
লবণের ভাঁড় জ্বালায় হাড়
ব্যাঙের ছাও ব্যাঙাচি যেন বাইরায় আষাঢ় মাসে,
আমি জাইন্যা শুইন্যা চইড়্যাছি বাপ আপন শূলের বাঁশে॥