কৃষ্ণ কানাইয়া আয়ো মনমে মোহন মুরলী বাজাও।
কান্তি অনুপম নীল পদ্মসম সুন্দর রূপ দিখাও॥
শুনাও সুমধুর নূপুর গুঞ্জন
‘রাধা, রাধা’ ক্যরি ফির ফির বন্বন্,
প্রেম-কুঞ্জমে ফুলসেজ্ পর্ মোহন রাস্ রচাও॥
রাধা নাম লিখে অঙ্গ-অঙ্গমে,
বৃ্ন্দাবন মে ফিরো গোপী-সঙ্গমে,
পহরো গলে বনফুল কি মালা প্রেমকা গীত শুনাও॥