এনেছ রূপের সুধা

  • তাল : -

এনেছ রূপের সুধা

এনেছ রূপের সুধা, তনুর পেয়ালা ভরি’
পিয়াসি আঁখিরে মম, কেমনে বারণ করি॥
তব মনে লজ্জা টুটে
ওঠে অঙ্গে যে ভাষা ফুটে
বসন ভূষণে তাহা ফিরিতেছে সঞ্চরি’॥
তব অন্তর-মধু-ধারা বাহিরে উছলি’ যায়,
বল সে কি অপরাধ মম, যদি পরান সে মধু চায়।
জ্বালি হৃদয়ে আশার বাতি
তুমি কেন জাগ সারা রাতি?
মন-পতঙ্গ মম তাই চাহে পুড়ে মরি॥