ঐ নীল গগনের নয়ন-পাতায় নাম্ল কাজল কালো মায়া।
বনের ফাঁকে চমকে বেড়ায় তারি সজল আলো ছায়া॥
তমাল তালের বুকের কাছে
কে ব্যথিত দাঁড়িয়ে আছে
ভেজা পাতায় কাঁপে গো তার আদুল ঢলঢল কায়া॥
তার অতল কালো ছায়া দোলে শাল পিয়ালের শ্যামলিমায়,
আমলকি-বন ঝিমায় ব্যথায় ঘনায় কাঁদন গগন-সীমায়।
তার বেদনাই ভরেছে দিক
ঘর-ছাড়া হায় এ কোন্ পথিক,
আকাশ-জোড়া স্তব্ধ তারি অসীম রোদন বেদন-ছায়া॥