কে জানে পুরুষের হিয়া

  • তাল : -

কে জানে পুরুষের হিয়া

‘লেটো গান’

কে জানে পুরুষের হিয়া হয় এত কঠিন।
ছলে বলে কেড়ে মন কাঁদায় চিরদিন॥
আগে জানিলে এত
থাকতাম কাছে অবিরত,
করতাম তারে দাসের মত হতাম না অধীন॥
আর কি হৃদ-পঞ্জরে আমার
গাবে পাখি যৌবন আঁধার,
ঢল ঢল যৌবন আমার শেষে হল ক্ষীণ॥
আইল মধুর বসন্ত
তবু এলো না সে-কান্ত,
নজরুল এসলাম কয়, একান্ত হবে না বিলীন॥