এসো তুমি একেবারে প্রাণের পাশে। যাও মিশে গো আমার প্রাণে, আমার শ্বাসে॥ লতা যেমন জড়িয়ে ধরে তরুর শাখা কমল যেমন দীঘির জলে রয় গো ঢাকা, মলয় যেমন মিলিয়ে থাকে ফাগুন মাসে – তেমনি তুমি এসো আমার প্রাণের পাশে॥