কার স্মৃতি উদাসী ভোরে
ঘুম ভাঙায়ে জাগাল মোরে
শুকতারা ছলছল
ও কি তার আঁখিজল,
হিমেল হাওয়ায় সেই অশ্রু কি শিশির হইয়া ঝরে॥
অস্ত চাঁদে হেরিয়া কাঁদে আমার হিয়ায় কে, ও কি সেই,
আমার মনে রজনীগন্ধা সুরভি আনিল সে, ও কি সেই।
মোর বিরহী-হিয়ায় ও-চাঁদ স্বপনে
জড়ায়ে ছিল কি গভীর গোপনে,
এত কাছে তবু এত দূরে, কেন ধরিতে নারি ওরে॥