কুড়িয়ে কুসুম ছড়িয়ে ফেল অভিমানে।
কিসের তরে, কে জানে তা কে জানে॥
অন্যমনে অঙ্গুলিতে
জড়াও বেণীর জরীন ফিতে,
ঝরলে পাতা চাও চকিতে পথের পানে॥
ছড়ানো ফুল কুড়িয়ে আবার মালা গাঁথি,
কাঁদ ব’সে তরুতলে আঁচল পাতি’।
ঘরে ফেরার পথে যেতে
চ’মকে দাঁড়াও ধানের ক্ষেতে,
পথিক বঁধু কাঁটার রূপে আঁচল টানে॥