জাগো ভূপতি শুভ্রজ্যোতি

  • তাল : -

জাগো ভূপতি শুভ্রজ্যোতি

নাটক: ‘চক্রব্যূহ’ (রচনা: মনোরঞ্জন সেন)

জাগো ভূপতি শুভ্রজ্যোতি নব প্রাণ প্রবুদ্ধ, পূণ্যস্নান শুদ্ধ।
বিশ্বসাথে যুক্ত কর, গ্লানি হতে মুক্ত কর চিত্ত মোহ মুগ্ধ॥
স্নিগ্ধস্নাত নবপ্রভাত সূর্যসম জাগো
ধৌত-পাপ কলুষ তাপ, হে নিরুপম জাগো,
যজ্ঞভূমে নবজনম লভ, হে ক্লেশক্ষুব্ধ॥
ধূমের ঊর্ধ্বে জাগো দিব্যদ্যুতি
হোম-বহ্নিশিখায় দাও আত্মাহুতি,
হে ভারতত্রাতা, জনগণ-বিধাতা জাগো দৈন্য-কারারুদ্ধ॥