তুমি আনমনে গেলে চলিয়া জানো না গো কারে দলিয়া।
তুমি জানো না কার পূজা-সম্ভার ভাসালে তটিনী গলিয়া॥
ওগো উদাসিনী! তব স্রোত-ধারে
ডুবে যে মরিল দেখেছ কি তারে?
ফেলি তারে স্মৃতি-বালুকার ‘পারে তুমি চল ছলছলিয়া॥
বৃথা তব স্রোতে ভাসাইনু মালা
বৃথা তব কূলে এত ফুল-ডালা,
তুমি মনের ভুলে কখনো এ কূলে, কভু ও-কূলে পড়ো ঢলিয়া॥