মোর কথার ভ্রমর সুরে

  • রাগ : Voirobi
  • তাল : kaharba

মোর কথার ভ্রমর সুরে

মোর কথার ভ্রমর সুরে সুরে গুনগুনিয়ে গো গুনগুনিয়ে।
তব মুখকমল ঘিরে যায় গো গান শুনিয়ে, গান শুনিয়ে॥
তুমি যেন চাঁদ মোর হৃদয় আকাশে
তোমারে ঘিরে আমার মনের কথা, তারা হয়ে হাসে,
মোর সুরের নূপুর কাঁদে, কাঁদে গো তোমার রাঙা পা জড়িয়ে॥
তোমার নয়ন যেদিন আমায়, (গো) নতুন কথা কয়,
সেদিন তোমার পায়ে আমার গানের পুষ্পবৃষ্টি হয়।
সেদিন শ্রাবণধারার মত
সুর ঝ’রে যায় অবিরত,
যেদিন তোমার স্মৃতি এসে কাঁদায় আমায় ঘুম ভাঙিয়ে॥