সারি সারি আঁকা

  • তাল : -

সারি সারি আঁকা

সারি সারি আঁকা, ভরা মোর লেখা, ওরা পিপীলিকা নয়।
দংশন ওরা করিবে না প্রিয়া, ক’রো না ওদের ভয়॥
যদি ভয় জাগে ফেলিও দলিয়া
তব সুন্দর দু চরণ দিয়া,
ধন্য হবে গো, তোমার চরণে হয় যদি ওরা লয়॥
ওরা মৌমাছি, তোমার নামের মধু ল’য়ে দেশে দেশে,
বলে যেন, ওরে পৃথিবী এবার অমৃতে যাইবে ভেসে।
ওরা তারা, আসে আকাশের বুকে ছুটে
ওরা ফুল, ওঠে আঁধার গগনে ফুটে,
ওরা তব রূপ, ঝিকিমিকি করে আকাশে ভুবনময়॥