লেটো গান : ‘রাজপুত্র-মন্ত্রীপুত্র’
বল, বল, বল ওস্তাদ, ইহার কি উপায় হইবে?
কি রূপেতে পাবে মুক্তি, কে ইহার প্রাণ বাঁচাবে?
কিসে মন্ত্রীনন্দন, পাবে প্রাণদান,
বল ওস্তাদ তাহার সন্ধান,
কিংবা সে, হয়ে পাষাণ, জন্ম জন্মান্তরে রবে॥
অশ্বপদ মন্ত্রীনন্দন,
কেন কেটেছিল তখন,
সিংহদ্বার কিসের কারণ ভেঙেছিল, বলে যাবে॥
কি কথা সে রাজনন্দনে,
বলেছিল কানে কানে,
বলে পাষাণ হলো কেনে, এ সত্য ভেঙে বলিবে॥
নজরুল এসলামে ভেবে বলে,
বল ওস্তাদ সভাস্থলে,
উত্তর দিতে না পারিলে, উপযুক্ত অপমান হবে॥