লেটো গান : ‘এক কন্যা-তিন বর’
বল, বল ওস্তাদ, কুলসুমের কি হইবে।
খরিস সাপের বিষ হইতে, কি রূপে সে জীবন-পাইবে॥
তাহার এই মৃত্যু-খবর,
কি রূপে জানিবে, তাহার তিন বর,
কি ভাবেতে আসিবে তাহারা, সেই কথাটি বলিয়া যাইবে॥
তিন জনে তিন জিনিস আনিবে,
কি তিন জিনিস হেথা বলিবে,
কার সাথে বিয়ে হইবে, সে বিচারটি কে করিবে॥
ভ্রম করিতে ভনে
আসরে লেটোর গানে
ও হে ওস্তাদ, এ আসরে সঠিক জবাব দিয়া যাইবে॥