লেটো গান : ‘এক যুবতীকে, দুই যুবক বৌ বলে দাবি করছে, সে যাবে কার কাছে?’
মধু রাতি গো, মিলন সাথী গো।
চাঁদ জাগে, আর জাগে দুটি আঁখি গো॥
ক্ষণে, ক্ষণে,
পড়ে মনে,
তোমার ছবি গো, তোমার ছবি গো॥
দূরে থেকে ভালোবাসা,
ভালোবাসার নাই রে আশা,
দূরে কেন গো, কাছে এসো গো॥