লেটো গান : ‘রাজা হরিশচন্দ্র’ মোরা ফুলের দেশের রানী গো, রানী গো। কে তুমি? মোরা জানি না, জানি না, না, না গো॥ (মোরা) ডাল ভাঙ্গি আর ফুল তুলি, (মোরা) ফাগুন বনের বুলবুলি, ফুল-পরাগে মাতাল মলয়, আনন্দে ভাসি গো॥