লেটো গান : ‘রাজা হরিশচন্দ্র’
কালু ডোম : এত বড় নাম, নাহি বলিবারে পারি।
আজি হতে তব নাম, শুধু হোক হরি॥
হরি ওহে, শোন এবে কাজের বাখান।
শূকর চরাবে মোর, নিকটে শ্মশান॥
শ্মশানেতে রাতি দিন শবদাহ হবে।
প্রতি শবে, পঞ্চাশ কাহন কড়ি লবে॥
এই হলো তব কাজ, কাজে যাও হরি।
হরিশচন্দ্র : ছিলাম হরিশচন্দ্র, আজ হতে হরি॥
ভ্রমর করিতে ভনে অদৃষ্টের ফের।
ছিলে রাজা হলে এবে ডোম শ্মশানের॥