লেটো গান : ‘মেঘনাদ বধ’
শ্রীরাম : এসো এসো বুকে ধরি, মিত্র বিভীষণ।
তুমি জান রক্ষঃদের ধরণ-ধারণ॥
রক্ষঃগণ জানে বহু ছলাকলা মায়া।
রণে বধে মেঘনাদ সীতারূপী মায়া॥
একমাত্র বীর সেই আছে লঙ্কা পুরে।
তাহারে বধিতে হবে মন্ত্রণা দাও মোরে।
বিভীষণ : একমাত্র বীর যোদ্ধা আছে লঙ্কা পুরে।
মৃত্যু সন্ধি জানি তার কিরূপে সে মরে॥