লেটো গান : ‘কলঙ্কভঞ্জন’
লোকে বলে রাধিকা সে কৃষ্ণ কলঙ্কিনী
শ্যাম সোহাগী বলে ডাকে কুটিলা ননদিনী॥
কেহ আড়ালে আবডালে
মোরে কলঙ্কিনী বলে,
কানু যে মোর বাঁশির সুরে, ডাকে কমলিনী॥
আর সহিতে পারি না,
কলঙ্কিনীর গঞ্জনা,
ওহে কানু কালো সোনা, কাঁদে বিনোদিনী॥
কানু, বলি হে তোমারে,
নাহি যাব অভিসারে,
যদি না চিরতরে, ঘোচাও নাম কলঙ্কিনী॥