লেটো গান : ‘কলঙ্কভঞ্জন’
বল বল ওহে ওস্তাদ, কবিরাজ কি ঔষধ দিবে।
নন্দরাজ কি করিবে? মা যশোদা কি করিবে॥
কারা ঔষধ আনতে যাবে,
বল তাদের কি হইবে,
গোকুলবাসী কি করিবে, সে সব কথা বলে যাবে॥
কানুর অসুখ হলো কিসে,
বলে যাবে তাহার দিশে,
কি হইবে অবশেষে, সে সব কথা বলে যাবে॥
ভোমর কবি এ আসরে
রাধা-কৃষ্ণে প্রণাম করে,
তুমি ভেদের কথা বল্লে পরে, মনের সুখে জিলিপী১ খাবে॥