দেখ দেখ সখি ফুটেছে ফুল

  • তাল : -

দেখ দেখ সখি ফুটেছে ফুল

লেটো গান : ‘দেবযানী-শর্মিষ্ঠা’

দেখ দেখ সখি, ফুটেছে ফুল, ফুটেছে ফুল।
গুন্গুনিয়ে আলাপ করে ফুলের সাথে অলিকুল॥
ফুলে ফুলে ফেরে ওরা ফুলে ফুলে বসে,
ফুলের রেণু মাখে আর ভাসে ফুলরসে,
মধু ফাল্গুনে ফুল আর অলি মধুরসে মশগুল॥