লেটো গান : ‘পায়ারা-পায়রী’
বল, বল, বল ওস্তাদ, পায়রা-পায়রীর কি হইল।
পাখ্মারা ঐ অগ্নিকুণ্ডে, অবাক হয়ে কি দেখিল॥
পরে পাখ্মারা কি করিল?
কিভাবে সে কোথায় গেল?
বলে যাবে ওস্তাদ তুমি, আশা করি বলবে ভালো॥
কি হলো পাখ্মারার শেষে,
এই আসরে বলবে এসে,
শুনবেন যাঁরা আছেন বসে, শুনিব মোরা সকল॥
দুখু কাজী ভেবে বলে,
লেটো গানের আসরতলে,
লেটোর গুরু বজলে করীম, প্রণমি তাঁর চরণ তল॥