মম বন ভবনে ঝুলন

  • তাল : kaharba

মম বন ভবনে ঝুলন

মম বন-ভবনে ঝুলন দোলনা দে দুলায়ে উতল পবনে
মেঘ-দোলা দুলে বাদল গগনে॥
আয় ব্রজের ঝিয়ারি পরি’ সুনীল শাড়ি
নীল কমল কুঁড়ি দুলায়ে শ্রবণে॥
নবীন ধানের মঞ্জরি কর্ণে
তপ্ত বক্ষ ঢাকি’ শ্যামল পর্ণে
ওড়না ছুপায়ে রাঙা রামধনু বর্ণে
আয় প্রেম-কুমারীরা আয় লো,
উদাসী বাঁশির সুরে ডাকে শ্যামরায় লো।

ঝরিবে আকাশে অবিরল বৃষ্টি
শ্যাম-সখা সাথে হবে শুভ-দৃষ্টি
এই ঝুলনের মধু-লগনে॥