লেটো গান : ‘কর্ণ বধ’ কর্ণ : এ কি? পাণ্ডব জননী! তুমি হেথা, মোর কাছে! কুন্তী : নহি শুধু পাণ্ডব জননী, গূঢ় কথা বলিবার আছে॥ কর্ণ : কিবা সেই গুঢ় কথা, তুমি মোরে বল হেথা, শুনিবে বাসনা মোর, বল মোর কাছে॥