লেটো গান : ‘কর্ণ বধ’
কি বলিলে জননী গো, ত্যাজি দুর্যোধন।
কদাচ মা না করিব, সে কাজ এখন॥
যে দিন সকলে মোরে,
ত্যাজে ছিল ঘৃণা ভরে,
সেইদিন সে যে মোরে করেছে পালন॥
অঙ্গরাজ্যে রাজা করি,
সম্মান দিয়েছে ভরি,
তাঁরে কি ছাড়িতে পারি সংকট এখন॥
ভীষ্ম দ্রোণ পরপারে,
রক্ষিবে কে তাহারে,
মোর পরে ভরসা করে, আছে দুর্যোধন॥
না, না মাতা তব সনে,
না যেতে পারি এখনে,
সত্য ভঙ্গ না করিব, আমি আজীবন॥
শোন মাতা শোন কথা,
কথা দিনু আমি হেথা,
ধর্ম, ভীম, মাদ্রীসুতে, না বধিব কখন॥
দুই পার্থ দুই বীর
মনে মাতা জেনো স্থির
দোঁহের এক রবে মাতা তোমার সদন॥
পঞ্চ পাণ্ডব মাতা,
রবে মা কুন্তী মাতা,
এই খ্যাতি রবে সদা, না ভাব কখন॥