মোর মাঠের জমিতে

  • তাল : -

মোর মাঠের জমিতে

লেটো গান : ‘চাষার সঙ’

মোর মাঠের জমিতে,
লাগিয়েছি বিধিমতে,
ধান হয়েছে ভালো তাতে,
এখন ফসল আলু ডাল॥
একি! জমিতে বসে কারা,
দেখিতে যে মানুষ পারা,
ফসলের করবে সারা,
ঐ বেটারা হনুর পাল॥
দেহ চাষে শয়তান অরি,
মাঠ জমিতে হনু বৈরি,
হায়, হায়, কি যে করি,
করে দিবে পয়মাল॥